গরফা হুজুগে নাট্যগোষ্ঠীর 'ভূতচক্র'
গরফা হুজুগে নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল বাংলা নাটক ভূতচক্র। নাটক ও নির্দেশনা অরিজিত ভট্টাচার্যের। নাটকে অভিনয় করেছেন অনির্বাণ রায় (বরদা), অরঘ্নি চ্যাটারজি (অমূল্য), রাখি ব্যানারজি (বরদার স্ত্রী), সমুদ্রনীল মুখারজি (চুনী), সুদীপ্ত সরকার (শিবু/বোসবাবু), কল্লোল নস্কর (যতীন সামন্ত), সোমনাথ চক্রবর্তী (উকিলবাবু/দিগবিজয় দত্তপাঠ), পারমিতা হালদার (যূথিকা), দেবলিকা মণ্ডল (বিপাশা), অরিজিত ভট্টাচার্য (অসীম)।একদিনের জন্য জমি জমার তদারকি করতে নিজের গ্রামের কাছাড়িবাড়িতে গিয়ে দু-হপ্তা ধরে আর কোনও খবর নেই ভুতান্বেশী বরদার। চিন্তিত হয়ে বরদার স্ত্রী খবর দেন অমূল্য ও চুণী কে। তিনজনে মিলে হাজির হন কাছাড়িবাড়িতে। কিছুটা তাদের চাপাচাপিতে এবং খানিকটা নিজের অদ্ভুত ব্যবহারের অজুহাত হিসাবেই, ভুতান্বেশী শোনাতে শুরু করেন সেই রহস্যময় বাড়িতে তাদের গা ছমছমে অভিজ্ঞতার কথা। তিন বিখ্যাত কাহিনীকারের তিনটি কাহিনীকে এক সুতোয় জুড়ে এগিয়ে চলে নাটক- যেখানে পরতে পরতে কমেডি, রোমাঞ্চ আর অলৌকিকের আনাগোনা।